সুবর্ণচরে বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশ, প্রতিষ্ঠানকে জরিমানা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সুবর্ণচরে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও বিক্রির অপরাধে এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকালে সুবর্ণচর উপজেলার চরবাটা খাসেরহাট সংলগ্ন যমুনা বেকারীতে এ অভিযান পরিচালনা করা হয়।
চরজব্বর থানা পুলিশের সহযোগীতায় অভিযান পরিচালনা করেন, সুবর্ণচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সক্লুসিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা।
এসময় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সক্লুসিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও বিক্রির অপরাধে যমুনা বেকারী নামে একটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর (৫৩) ধারায় নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে তিনি আরো বলেন, এমন অনিয়মকারীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.