সুবর্ণচরে কৃষকের মাঝে বিনামূল্যে ক্যারেট বিতরণের উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সুবর্ণচরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে “স্মলহোল্ডার এগ্রিকালচার কম্পিটিটিভনেস প্রজেক্ট” এর আওতায় “নিরাপদ সবজি বাজারজাতকরণের লক্ষ্যে” কৃষকদের মাঝে বিনামূল্যে ক্যারেট বিতরণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) বেলা ২ টায় উপজেলা কৃষি অফিসার কার্যালয়ের সামনে কৃষি অফিসার মোঃ হারুন অর রশিদ এই ক্যারেট বিতরণ উদ্বোধন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মায়দুল হাসান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ কামাল উদ্দিন, বিভিন্ন ব্লকে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারি বৃন্দ ও উপকারভোগী কৃষকগণ।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, সুবর্ণচরের কৃষকরা কঠোর পরিশ্রম করে নানা রকম সবজি উৎপাদন করেন। কিন্তু উৎপাদিত সবজি বস্তায় পরিবহণ করার কারণে সবজির সজিবতা নষ্ট হয়, যার কারণে কৃষক সবজির উপযুক্ত বাজার মূল্য পায় না এবং আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়। এই বিতরণকৃত ক্যারেট এর মাধ্যমে সবজি পরিবহনের ফলে সবজির গুণগত মান ভালো থাকবে, সবজি সতেজ থাকবে এবং পরিবহণ জনিত সবজি অপচয় রোধ হবে। ফলে কৃষকরা সবজির উপযুক্ত মূল্য পাবে।
এবিষয়ে তিনি আরো বলেন, সুবর্ণচর উপজেলায় পর্যায়ক্রমে ১০০০ জন কৃষকের মাঝে সর্বমোট ৩৮৮০ টি ক্যারেট বিতরণ করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.