সুবর্ণচরে অগ্নিকাণ্ডে বসতঘর ও গবাদি পশু পুড়ে ছাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরের চরক্লার্কে ইউনিয়নে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি বসতঘর ও ২টি গবাদি পশু পুড়ে ছাই হয়ে গেছে। এতে বসত ঘরের আসবাবপত্র সম্পূর্ণপুড়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্থ নুরনবী।
আজ রবিবার (০৫ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে চরক্লার্কে ইউনিয়নে ৫নম্বর ওয়ার্ডে মরহুম খোরশেদ আলমের ছেলে নুরনবীর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, দিনমজুর নুরনবী রাতে হঠাৎ দেখতে পান তাঁর বসত ঘরে আগুন লেগেছে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে বসত ঘর,রান্নাঘর ও গরু ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় স্থানীয় এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও বসত ঘরের সকল আসবাব ও গোয়াল ঘরে থাকা ২টি গরু পুড়ে ছাই হয়ে যায়।
সুবর্ণচর ফায়ার সার্ভিসের ইনচার্জ নুরনবী চৌধুরী বিটিসি নিউজকে বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা যাওয়ার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর মধ্যে বসতঘর ও গোয়াল ঘরে থাকা দুইটি গরু পুড়ে ছাই হয়ে যায়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.