সুপ্রিমকোর্টে আ.লীগ-বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতি

 

ঢাকা প্রতিনিধি: আদালতের দুইটি প্রবেশমুখের গেটে তালা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে সুপ্রিমকোর্টে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে খালেদা জিয়ার সাজার প্রতিবাদে বিএনপিপন্থী আইনজীবীরা আদালত বর্জন করে বিক্ষোভের সময় এ হাতাহাতির ঘটনা ঘটে।

আদালত বর্জন কর্মসূচিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে সভাপতির কক্ষের সামনে গেইটে তালা লাগিয়ে বিক্ষোভ করছেন বিএনপিপন্থী আইনজীবীরা। এ সময় ‘বর্জন চলছে চলবে’, ‘স্বৈরাচারের বিরুদ্ধে বর্জন চলছে চলবে’ ইত্যাদি শ্লোগান দিচ্ছেন তারা।

গতকাল মঙ্গলবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের রায় ঘোষণার পর দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন আজ বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগ বর্জনের ঘোষণা দেন।#

 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.