সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার সময় ৩ জনকে আটক : কীটনাশকসহ ট্রলার জব্দ


বাগেরহাট প্রতিনিধি: পূর্ব সুন্দরবনের ডুমুরিয়া এলাকায় বিষ দিয়ে মাছ ধরার সময় বনরক্ষীরা বিষের বোতলসহ তিনজনকে আটক করেছে। এসময় একটি ট্রলার জব্দ করা হয়েছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ডুমুরিয়া ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসানের নেতৃত্বে বনরক্ষীরা নিয়মিত টহলকালে সুন্দরবনের মান্দারগাছিয়া খালে একটি ট্রলার দেখতে পেয়ে এগিয়ে গিয়ে তিন ব্যক্তিকে খালে বিষ দিয়ে মাছ ধরা অবস্থায় ধরে ফেলেন।
আটকৃতরা হচ্ছে- শাহজালাল খা (২৮), নিরু হাওলাদার (৩৫) ও আরিফ হাওলাদার (২০) এদের বাড়ী মঠবাড়ীয়ার ভাইজোড়া গ্রামে। এসময় বনরক্ষীরা একটি ট্রলার ও তিন বোতল কীটনাশক জব্দ করেন।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বগী ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বিটিসি নিউজকে জানান, ডুমুরিয়া টহল ফাঁড়িতে কীটনাশকসহ আটক তিন ব্যক্তিকে নিয়ে আসার জন্য বগী ফরেষ্ট ষ্টেশন থেকে লোকবল ও ট্রলার পাঠানো হয়েছে। ধৃতদের বিরুদ্ধে বনমামলা দিয়ে আদালতে চালান করা হবে বলে ষ্টেশন কর্মকর্তা জানিয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.