সুন্দরবনে থেকে ফাঁদসহ হরিণ শিকারি আটক

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের পূর্ব সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে ফাঁদসহ আব্দুর রাজ্জাক শেখ (৩১) নামের একজনকে আটক করেছে বনরক্ষীরা এ সময় তার কাছ থেকে ১০০ মিটার হরিণ শিকারের ফাঁদ ও একটি নৌকা জব্দ করা হয়।

গতকাল বৃহস্পতিবার সুন্দরবন পূর্ব বন বিভাগের চাদঁপাই রেঞ্জের নন্দবালা এলাকা থেকে শিকার আব্দুল রাজ্জাশেখ কে আটক করা হয়। আটক আব্দুর রাজ্জাক বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনিঘোল এলাকার নুর আলী শেখের ছেলে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের (ডিএফও) মো. বেলায়েত হোসেন বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, চাদঁপাই রেঞ্জের নন্দবালা এলাকার টহল ফাঁড়ির অফিসার্স ইনচার্জ আলামিনের নেতৃত্বে বনরক্ষীরা নিয়মিত টহল দিচ্ছিল।

এ সময় খাল থেকে একটি নৌকায় আব্দুর রাজ্জাক বের হয়ে আসতে দেখে বনরক্ষীদের সন্দেহ হয়। পরে বনরক্ষীরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে সে বনে হরিণ ধরার ফাঁদ পাতার কথা স্বীকার করে।

পরে ওই এলাকার বনের মধ্যে থেকে ১০০ মিটার ফাঁদ উদ্ধার করা হয়। এ ঘটনায় বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের পর বাগেরহাট কোর্টে প্রেরণ করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.