সুন্দরবন সংলগ্ন সার বোঝাই কার্গো জাহাজ ডুবি, ১৪ নাবিককে জীবিত উদ্ধার করেছে কোস্টগাড

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া ও সুন্দরবন সংলগ্ন মেহেরআলীর চর এলাকায় “ নিউ পারভিন-২” নামের একটি সার বোঝাই কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার (৩ ডিসেম্বর) আকস্মিক ঝড়ের কবলে পড়ে এ দূর্ঘটনা ঘটে। এসময় দূর্ঘটনা কবলিত ওই জাহাজের ১৪ নাবিককে নিরাপদে উদ্ধার করেছে কোস্টগার্ড। উদ্ধারকৃতদেরকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ’র আওতাধীন কোস্টগার্ডের দুবলা ক্যাম্পে রাখা হয়েছে।

কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) অপারেশন কর্মকর্তা লে. ইমতিয়াজ আলম বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, আজ শুক্রবার সকালে বন্দরের ফেয়ারওয়ে সংলগ্ন মেহেরআলী চর এলাকায় ‘নিউ পারভিন-২’ নামের একটি কার্গো জাহাজ ডুবতে দেখতে পেয়ে ওই এলাকায় টহলরত কোস্টগার্ড সদস্যরা সেখানে ছুটে যান।

পরে ওই জাহাজের ১৪ নাবিককে নিরাপদে সরিয়ে নিয়ে আসেন তারা।

উদ্ধারকৃত নাবিকেরা হলেন, জাহাঙ্গীর আলম .জামাল হোসেন, উজ্জল হোসেন, রবিন শেখ, আরাফাত হোসেন, সালমান মোল্লা, শাহাদাৎ হোসেন, হারুন মোল্লা, , মাকিবুল ইসলাম, রফিকুল ইসলাম, আরিফ হোসেন, হাসান শেখ, মানিক শেখ ও ইমাম হোসেন। এদের সবার বাড়ী নড়াইল, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারিপুর, চট্রগ্রাম ও খুলনায় বলে জানিয়েছেন কোস্টগার্ড কর্মকর্তা ইমতিয়াজ।

এদিকে মোংলা বন্দর কর্র্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ফখর উদ্দিন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, গত ১ জানুয়ারী রাতে বন্দরের ফেয়ারওয়েতে অবস্থানরত লাইব্রেরিয়ান পতাকাবাহী জাহাজ ‘এমভি এন্টি গোনি’ থেকে সার নিয়ে ‘নিউ পারভিন-২’ নামের কার্গো জাহাজটি মোংলা বন্দরের দিকে আসছিল।

পথিমধ্যে ঘন কুয়াশায় দিক হারিয়ে বন্দর চ্যানেলের ফেয়ারওয়ের মুল চ্যানেলের বাহিরে চলে গেলে দুর্ঘটনার কবলে পড়ে ‘নিউ পারভিন-২’। তবে বন্দর চ্যানেল নিরাপদ রয়েছে বলেও জানান তিনি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.