সিলেটে সেনাবাহিনীর নেতৃত্বে ৬টি মর্টারশেল ও ৩টি কার্তুজ উদ্ধার

সিলেট ব্যুরোআজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে সিলেট শহরতলীর লাক্কাতুরা চা বাগান এলাকায় অবিস্ফোরিত অবস্থায় ৬টি মর্টারশেল ও ৩টি কার্তুজ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

ক্যাপ্টেন মিল্টনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল মর্টারশেল ও কার্তুজগুলো উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে যায়।

মর্টারশেলগুলো ১৬ ইঞ্চি দৈর্ঘ্য এবং তার ডায়া ১০৫ মি. মি. বলে জানিয়েছে সেনাবাহিনী।

তার আগে বৃহস্পতিবার বিকেলে লাক্কাতুরা চা বাগান সংলগ্ন সরকারি উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণকালে মাটি খোঁড়ার সময় মর্টারশেলগুলো দেখতে পেয়ে শ্রমিকেরা থানায় খবর দেয়।

পরে বিমানবন্দর থানার ওসি (তদন্ত) জুয়েল হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি কাটা বন্ধ করে ঘটনাস্থলটি ফিতা দ্বারা ব্যারিকেড দিয়ে রাখে এবং সেনাবাহিনীকে চিঠি দেয়।

বিষয়টি নিশ্চিত করে বিটিসি নিউজকে জানান, সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.