শক্তিশালী ঘূর্ণিঝড় ফণীর প্রভাব ভারতের রেল যোগাযোগেও

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্কভারতের রেল যোগাযোগেও শক্তিশালী ঘূর্ণিঝড় ফণীর প্রভাব পড়েছে তাই দেশটির দক্ষিণ পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ এরই মধ্যে বেশকিছু ট্রেনের শিডিউল বাতিল করেছে। এতে কিছুটা সমস্যার মুখে পড়েছেন যাত্রীরা।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, আগামী কয়েকদিন পুরী এবং দক্ষিণ ভারতের দিকে যাওয়া কিছু ট্রেন বাতিল করা হচ্ছে।

এ পর্যন্ত মোট ৪৩টি ট্রেনের শিডিউল বাতিল করা হয়েছে। এর মধ্যে ১৭টি ট্রেনের গন্তব্য ছিল পুরী এবং দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গা। এছাড়া দক্ষিণ ভারত থেকে ছাড়া আরও ২৬টি ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পাশাপাশি ঘূর্ণিঝড়ের ফলে ট্রেন লাইনের ক্ষয়ক্ষতি যাতে দ্রুত মেরামত করে দেয়া যায় এজন্য বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির দক্ষিণপূর্ব রেল কর্তৃপক্ষ।

এছাড়া কোনও জায়গায় যদি রিলিফ ট্রেন পাঠাতে হয় সে ব্যবস্থাও রেখেছে তারা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.