সিলেটে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নারীসহ গ্রেফতার-৯

 

সিলেট ব্যুরো: সিলেট নগরীতে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৯ জন নারী-পুরুষকে গ্রেফতার করেছে এসএমপির গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (২১ এপ্রিল) রাত ১১ টার দিকে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি) শাহরিয়ার আল মামুন-এর নেতৃত্বে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর সংলগ্ন হোটেল তিতাস (সাগর এন্ড রেস্ট হাউজ) থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার কটালপুর উত্তরপাড়া এলাকার ফারুক মিয়ার পুত্র জাকারিয়া (২১), গোয়াইনঘাট থানার সালুটিকর নোয়াগাও (পূর্বপাড়া) এলাকার ফারুক মিয়ার পুত্র রাসেল আহমদ (১৯), কানাইঘাট থানার দর্পনগর পূর্ব এলাকার আতাউর রহমানের পুত্র আব্দুল হামিদ (২২), বিয়ানীবাজার থানার মোহাম্মদপুর এলাকার আফতাব আলীর পুত্র রুহুল আমিন (২৮), জামালপুর জেলার সরিষাবাড়ী থানার বাসুরিয়া এলাকার মো: আব্দুল সালামের পুত্র মো: নাসির উদ্দিন (২৭), সিলেটের এয়ারপোর্ট থানার ছালিয়া এলাকার মৃত সফর আলীর পুত্র মো: সুলেমান (২৯), জামালপুর জেলার সদর থানার গুরাদাব বাজার এলাকার মো: ইউনুস আলীর মেয়ে মীনা বেগন (৩৫), ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার কলাপাড়া, দাফুনিয়া এলাকার মৃত আমির খানের মেয়ে লিজা আক্তার (৩০) ও সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার ভাংগাবাড়ি এলাকার নজরুল ইসলামের মেয়ে রিমি আক্তার (৩০)।
এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (সিটিএসবি, মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিটিসি নিউজকে জানান-গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিলেট ব্যুরো প্রধান মো. জাকিরুল হোসেন জাকির। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.