সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিশাল অস্ত্রের বহর হারিয়ে গেছে!

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় যুক্তরাষ্ট্রের একটি বিশাল অস্ত্রের বহর হারিয়ে গেছে। আইএসবিরোধী লড়াইয়ে মিত্রদের জন্য পাঠানো ওই বহরে প্রায় ৭১ কোটি ডলার মূল্যের অস্ত্র ছিল। যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৬ হাজার কোটি টাকার সমান।

মার্কিন প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, তাদের পাঠানো বড় ওই অস্ত্রের চালান জায়গা মতো পৌঁছায়নি।

মার্কিন প্রতিরক্ষা বিভাগ ‘ডিপার্টমেন্ট অব ডিফেন্স’র ইনসপেক্টর জেনারেল গত মঙ্গলবার নতুন এক রিপোর্টে এ তথ্য প্রকাশ করেছে বলে খবর দিয়েছে মিডিল ইস্ট মনিটর।

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছে, ২০১৭-১৮ আর্থিক বছরে পাঠানো ওই চালানে প্রায় ৭১.৫৮ কোটি ডলারের অস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম রয়েছে।

হারানো এসব অস্ত্র বিদ্রোহী বা জঙ্গি গোষ্ঠীগুলোর হাতে পড়েছে কিনা তাও নিশ্চিত হতে পারেনি যুক্তরাষ্ট্র।

রিপোর্ট মতে, সিরিয়ায় মার্কিন সেনাবাহিনীর মিশন কমবাইন্ড জয়েন্ট টাস্ক ফোর্সের কর্মকর্তারা ২০১৭ ও ২০১৮ আর্থিক বছরে আইএসবিরোধী বিদ্রোহী গোষ্ঠীদের জন্য অস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম সরবরাহের ব্যাপারে বোধগম্য কোনো তালিকা দেখাতে পারেননি। ওই সব অস্ত্র সঠিক গুদামজাতও করা হয়নি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.