আদমদীঘিতে তিনদিন ব্যাপি দুই বাংলার নাট্যউৎসব সম্পন্ন : মাতালেন দর্শকদের

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ পালন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের লক্ষ্যে বগুড়ার আদমদীঘি গ্রাম থিয়েটার আয়োজিত ও আনোয়ার গ্রুপ অফ ইন্ডাষ্ট্রিজ রাজশাহী ও রংপুর জোনের সৌজন্যে গো-হাট প্রাঙ্গনে তিনদিন ব্যাপি দুই বাংলার নাট্যউৎসব গতকাল শুক্রবার রাতে ভারতের পশ্চিমবঙ্গের যাদবপুর নাট্যদলের পরিবেশনায় “সেকেন্ড ওপিনিয়ন” নাটক মঞ্চস্থ হয়েছে।

সমাপনি অনুষ্ঠান গ্রাম থিয়েটারের সহ-সভাপতি রফিকুল ইসলামে সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।

আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ, আনোয়ার গ্রুপের প্রতিনিধি বিল্লাল হোসন, কাইয়ুম লিটু, রেজাউল করিম, মোস্তাফিজুর রহমান, আব্দুল হাদি, থিয়েটারের সভাপতি আব্দুল মান্নান, সম্পাদক জাহেদুল ইসলাম প্রমূখ।

ভারতীয় শিল্পীদের পরিবেশনায় নটকটি দর্শকদের মাতিয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.