সিরিয়ায় আরও সেনা পাঠালো মার্কিন যুক্তরাষ্ট্র

(সিরিয়ায় আরও সেনা পাঠালো মার্কিন যুক্তরাষ্ট্র)

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সামরিক বাহিনী তাদের আরও একটি বহর পাঠিয়েছে সিরিয়ার তেল-সমৃদ্ধ পূর্বাঞ্চলে। যখন ঐ এলাকায় রাশিয়ার সেনাদের সঙ্গে মার্কিন সেনাদের উত্তেজনা চলছে তখন নতুন করে এই বহর পাঠানো হলো। পূর্ব সিরিয়া থেকে অপরিশোধিত তেল লুট করার চেষ্টা করছে আমেরিকা।

মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন বিল আরবান গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বলেন, আমেরিকা সেন্টিনেল রাডার মোতায়েন করেছে, জঙ্গিবিমানের টহল বাড়িয়েছে এবং ব্রাডলি ফাইটিং ভেহিক্যাল মোতায়েন করেছে।

রাশিয়ার নাম না নিয়েই ক্যাপ্টেন আরবান বলেন, ঐ এলাকায় মোতায়েন মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এসব ব্যবস্থা নেয়া হয়েছে। মার্কিন সেনার সিরিয়ায় অন্য কোনা দেশের সেনাদের সঙ্গে সংঘাতে জড়াতে চায় না কিন্তু জোট সেনাদের রক্ষার প্রয়োজনে সবকিছু করবে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেন, কুয়েত থেকে সিরিয়ার পূর্বাঞ্চলে ছয়টি ব্রাডলি ফাইটিং ভেহিক্যাল পৌঁছেছে। এছাড়া ঐ এলাকায় আমেরিকার ৫০০ সেনা মোাতয়েন রয়েছে।

এর সঙ্গে আরও ১০০ সেনা যোগ দিয়েছে। (সূত্র: তাস, ইজিপ্ট ইন্ডিপেন্ডেট ও পার্সটুডে)। # 

Comments are closed, but trackbacks and pingbacks are open.