লন্ডনে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

(লন্ডনে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ –ছবি: সংগৃহীত)

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের লন্ডনে করোনা সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত বাধা নিষেধের বিরুদ্ধে জনগণ বিক্ষোভে অংশ নিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।

লন্ডনের মেয়রের হুঁশিয়ারী দিয়ে বলেছিলেন, নুতন সংক্রমণ রোধে আরও কড়া নিষেধাজ্ঞা বলবদ করা হবে। এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই বিক্ষোভ শুরু হয়।

ট্রাফালগার স্কয়ারে কয়েক শত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ চেষ্টা চালালে, জনতা ও পুলিশের মধ্যে হাতাহাতি শুরু হয়। প্রতিবাদকারীরা ‘এটা এখন অত্যাচার’ প্ল্যাকার্ড বহন করে ‘স্বাধীনতা, স্বাধীনতা’ স্লোগান তুলছিলেন।

বৃটেন সরকার করোনা মহামারীর উর্ধগতি থামাতে এ সপ্তাহে ৬ জনের অধিক লোকের সমাবেশে নিষেধাজ্ঞা জারী করেছে। (সূত্র: ভয়েস অব আমেরিকা)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.