সিরিয়ার ক্ষেপণাস্ত্র চেষ্টা করেও ঠেকাতে পারিনি : ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী

(সিরিয়ার ক্ষেপণাস্ত্র চেষ্টা করেও ঠেকাতে পারিনি : ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের দিমোনা পরমাণু স্থাপনার কাছে আঘাতকারী সিরিয়ার ক্ষেপণাস্ত্রটি আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বলে স্বীকার করে নিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্যানি গান্তয। ইসরাইলের গণমাধ্যম টাইমস অব ইসরাইল জানায়, গতকাল বৃহস্পতিবার (২২ এপ্রিল) তেল আবিবে এ স্বীকারোক্তি দিয়েছেন।
গান্তয বলেছেন, ‘ক্ষেপণাস্ত্রটি ঠেকানোর জন্য চেষ্টা করা হয়েছিল যা ব্যর্থ হয়েছে। আমরা এখনো বিষয়টি খতিয়ে দেখছি।’ ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, এ ধরনের অতি গুরুত্বপূর্ণ ঘটনার ব্যাপারে ইসরাইলি সামরিক বাহিনী সব সময় সতর্ক থাকে। স্পর্শকাতর স্থাপনাগুলোর নিরাপত্তা দিতে সেনাবাহিনীকে সর্বোচ্চ সচেষ্ট রাখা হয়।
এর আগে বৃহস্পতিবার দিনের শুরুতে ইসরাইলি সেনাবাহিনী জানায়, একটি ইসরাইলি জঙ্গিবিমানকে লক্ষ্য করে সিরিয়ার এস-২০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে একটি এসএ-৫ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ইসরাইলের চরম-গোপনীয় ও বহু বিতর্কিত দিমোনা পরমাণু স্থাপনার ৩০ কিলোমিটারের মধ্যে আঘাত হানে। ইহুদিবাদী ইসরাইলের প্রধান পরমাণু অস্ত্র কর্মসূচি এই স্থাপনায় পরিচালিত হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.