সিএনজি মালিক-শ্রমিক হয়রানী, নির্যাতন-অবৈধ চেক পোষ্ট’র প্রতিবাদ (ভিডিও)

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় মোটর বাস শ্রমিক সমিতি কর্তৃক অবৈধ লাঠিয়াল বাহিনী দ্বারা যাত্রী, সিএনজি মালিক ও শ্রমিকদের হয়রানী, নির্যাতন এবং অবৈধ চেক পোষ্টের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

আজ সোমবার বেলা ১১টায় শহরের বালুডাঙা বাসস্ট্যান্ড সংলগ্ন আদালতের পাশের রাস্তায় জেলা বেবী ট্যাক্সি, টেম্পু, অটো রিক্সা ও সিএনজি মালিক শ্রমিক যৌথ পরিষদের আয়োজনে ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালিত হয়।

জেলা বেবী ট্যাক্সি, টেম্পু, অটো রিক্সা ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি আসলাম শেখ এর সভাপতিত্বে সাধারন সম্পাদক আশিক উজ্জামান আশিক, মালিক সমিতির সভাপতি সভাপতি বাচ্চু সরদার, সাধারস সম্পাদক ফারুক হোসেন বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, তারা বৈধ টাকা সিএনজি কিনে রাস্তায় নেমেছেন। অথচ মোটর বাস শ্রমিক সমিতি কর্তৃক অবৈধ চেক পোষ্টের মাধ্যমে প্রতিনিয়ত লাঠিয়াল বাহিনী দ্বারা যাত্রী, সিএনজি মালিক ও শ্রমিকদের হয়রানী, নির্যাতন করছে।

বিষয়টি একাধিকবার প্রশাসনকে অবগত করা হলেও কোন পদক্ষেপ গ্রহন করছেন না।

আগামী ২৪ ঘন্টার মধ্যে দুই পক্ষকে ডেকে সমঝোতা না করলে কঠোর হুশিয়ারী করেন শ্রমিক ও মালিকরা। পরে জেলা প্রশাসককে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নওগাঁ প্রতিনিধি মো: আব্বাস আলী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.