ইটালিয়ান ওপেন’র ফাইনালে জোকোভিচ, নারী এককে হালেপ আর প্লিসকোভা

বিটিসি স্পোর্টস ডেস্ক: ইটালিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ। নারী এককে ফাইনাল নিশ্চিত করেছেন সিমোনা হালেপ আর ক্যারোলিনা প্লিসকোভা।

ইউএস ওপেনে ডিসকোয়ালিফাই হয়ে বিদায় নেবার পর ফ্রেঞ্চ ওপেনের আগে নিজেকে বেশ ভালোভাবেই ঝালিয়ে নিচ্ছেন জোকোভিচ। সেমিতে তার সামনে দাঁড়াতেই পারেননি নরওয়ের ক্যাসপার রুড।

প্রথম সেট ৭-৫ এ জিতে নেবার পর ২য় সেটে ৬-৩ এ জয় তুলে নিয়ে ফাইনালে পা রাখেন জোকো। যেখানে রেকর্ড ৩৬তম এটিপি মাস্টার্স জয়ের হাতছানি এই সার্বিয়ান তারকার সামনে।

অবশ্য গেলো ৪ বছরের মধ্যে ৩ বার এই টুর্নামেন্টে রানার আপ হবার স্বাদ পেয়েছেন জোকোভিচ। আর রাত ৯টায় ফাইনালে তার প্রতিপক্ষ আর্জেন্টিনার দিয়াগো শোয়ার্টজম্যান।

নারীদের এককে অবশ্য গারবাইন মুগুরুজার সাথে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয় শীর্ষ বাছাই সিমোনা হালেপের। প্রথম সেট হালেপ ৬-৩ এ জিতলেও, ২য় সেটে ৬-৪ হেরে বসেন।

তবে ম্যাচ নির্ধারনী সেটে ৬-৪ এ জয় তুলে নিয়ে ফাইনালে পা রাখেন হালেপ। ফাইনালে তার প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভা। মেয়েদের এককের ফাইনাল অনুষ্ঠিত হবে আজ সন্ধ্যা সাড়ে ৬টায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.