সার্ভে ইন্সিটিটিউটের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান

প্রেস বিজ্ঞপ্তি: ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভে ইন্সিটিটিউটের ৫তলা নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার।

আজ বুধবার সকালে নগরীর খড়খড়ি এলাকায় কারিগরি শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাস শিক্ষা বিভাগের অর্থায়নে ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভে ইন্সিটিটিউট চত্বরে ৫তলা বিশিষ্ট ল্যাব ও একাডেমী ভবন নির্মাণ কাজের উদ্বোধন হয়।

এসময় প্রধান অতিথি জেলা রাজশাহী পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার বাংলাদেশ ভূমি জরিপ শিক্ষা উন্নয়ন প্রকল্প, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও কারিগরি ও মাদ্রাস শিক্ষা বিভাগের প্রকল্প পরিচালক ড.মোঃ শফিক উদ্দিন অনুষ্ঠানিকভাবে ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন।

প্রায় ৪ কোট ২০ লাখ টাকা ব্যয়ে ৫তলা বিশিষ্ট এই ভবনে থাকবে বেশ কয়েকটি ল্যাব সহ একাডেমী কক্ষ। শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের তত্বাধায়নে ১৮ মাস মেয়াদকালের মধ্যে ভবনটি কাজ শেষ করবে ঠিকাদার প্রতিষ্ঠান এইচ,ই এন্ড এফ,সি ( জেভি)।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা অধিদপ্তর ও কারিগরি ও মাদ্রাস শিক্ষা বিভাগের সহকারী প্রকল্প পরিচালক ড. নজরুল ইসলাম, রাজশাহী শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম, রাজশাহী জেলা পরিষদ সহকারী প্রকৌশলী মাসুদ-ই-মোহাম্মদ।

এসময় আরো উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভে ইন্সিটিটিউটের অধ্যক্ষ মাহমুদ হোসেন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানিক উদ্বোধন শেষে সংক্ষিপ্ত দোয়া মহফিলে অংশ নেন অতিথিবৃন্দ।

NEWS FROM kabir tuhin. sonali sangbad. #

Comments are closed, but trackbacks and pingbacks are open.