সারা ভারতে উদ্যাপিত হচ্ছে রথযাত্রা উৎসব

কলকাতা (ভারত) প্রতিনিধি: সারা দেশের সাথে পশ্চিমবঙ্গেও চিরাচরিত রীতি মেনে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব।
পশ্চিমবঙ্গের ঐতিহ্যমন্ডিত রথগুলোর মধ্যে আছে মাহেশের রথ। আছে গুপ্তিপাড়ার রথ। আছে বারুইপুরের রায়চৌধুরীদের রথ।
কলকাতায় এবার ইস্কনের রথ ৫১বছরে পদার্পন করল।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেন এই রথের। বিকেলে শোভাযাত্রাসহ রাজপথ পরিক্রমা করে এই রথ।
পাশাপাশি পুরিধামের রথ তো আছেই। দীর্ঘ দু-তিন বছর করোনার বিধিনিষেধে রথযাত্রা অনুষ্ঠিত হয় নি। এবার কিছুটা ছাড় দিয়ে চলছে রথযাত্রা উৎসব। সব জায়গাতেই শ্রদ্ধালুদের ভীর নজরকারার মতই। এবারের রথযাত্রায় পুরিধামে প্রায় তিনলাখ লোকের সমাগম হয়েছে বলে স্থানীয় খবরে প্রকাশ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.