সান্তাহারে রথযাত্রা উৎসব শুরু


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহারে শ্রীশ্রী জয় জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে।
শুক্রবার সকালে সনাতন ধর্মাবলি সম্প্রদায়রে আয়োজনে সান্তাহার পৌরসভা এলাকায় গোবিন্দ মন্দিরে ঢাকঢোল শঙ্খ,উলুধ্বনি, বলরাম সুভদ্রাকে রথারোহন ও মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সকাল সাড়ে ৯টায় মন্দির প্রাঙ্গন থেকে রথের প্রথম টানের মাধ্যমে এই রথযাত্রা উৎসবের সুচনা করা হয়।
সনাতন হিন্দুশাস্ত্র মতে রথের দড়ি টানলে পূন্যলাভ হয়ে থাকে। সেই ধারাবাহিকতায় আদমদীঘির সান্তাহার পৌরসভার রথবাড়ি এলাকায় শ্রীশ্রী জগন্নাথ দেবের এই রথযাত্র উৎসব পালন করা হচ্ছে। রথযাত্রা উপলক্ষে সেখানে হরেক রকম বসরা সাজিয়ে মেলা বসেছে।
রাধাগোবিন্দ মন্দির কমিটির সভাপতি প্রদীপ ভৌমিক ও সাধারণ সম্পাদক প্রদীপ প্রামানিক জয় জানায়, দুপুর আড়াই টায় রথের দ্বিতীয় টান ও বিকেল সাড়ে ৫টায় তৃতীয় টান হয়েছে। আগামী ৯ জুলাই শনিবার রধের উল্টো টানের মধ্য দিয়ে সপ্তাহ ব্যাপি ধর্মীয় রথযাত্রা উৎসবের সমাপ্তি ঘটবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.