সাবেক সাংসদ মজাহারুলকে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে দেখতে চান পঞ্চগড়ের মানুষ

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়- ১ আসনে মজাহারুল হক প্রধানকে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে দেখতে চান পঞ্চগড়ের মানুষ।  দলীয়  মনোনয়ন যেন তাকেই দেয়া হয়। তিনিই একমাত্র যোগ্য ব্যাক্তি যে সব সময় সাধারণ মানুষের সুখে দূঃখে  পাশে থাকবে।

এই আসনটি বরাবরই ছিল বিএনপির দখলে। বিশেষ করে নব্বইয়ের রাজনৈতিক পরিবর্তনের পর ১৯৯১ সালের নির্বাচন থেকে শুরু করে ২০০১ সালের নির্বাচন পর্যন্ত প্রতিটি নির্বাচনে জয়লাভ করেন বিএনপির প্রার্থীরা।

২০০৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার জমির উদ্দীন সরকারকে প্রায় ৫০ হাজার ভোটে প্রথম আঘাত হেনে দখলে নেন তৎকালীন জেলা আওয়ামীলীগের  সাধারণ সম্পাদক  মজাহারুল হক প্রধান।

আগামী নির্বাচনেও  মজাহারুল হক প্রধান  এ আসনের শক্তিশালী প্রার্থী।
মজাহারুল হক প্রধানকে ছাড়া অন্য ব্যাক্তিকে দলীয় বা জোট থেকে  মনোনয়ন দিলে আওয়ামীলীগের  হাত ছাড়া হয়ে যাবে আসনটি।

এদিকে  ২০ নভেম্বর জেলা আওয়ামীলীগের একাংশ পঞ্চগড়-১ আসনে  দলীয় মনোনয়নের দাবীতে  সংবাদ সম্মেলন করেন।

দেবনগড়ের আবুল কালাম ও হারিভাষার আজিজুল হক বলেন,আওয়ামী সরকার উন্নয়নের সরকার, তাই পঞ্চগড়-১ আসনে যদি  মজাহারুল হক প্রধানকে  মনোনয়ন দেয় তাহলে আমাদের এলাকার উন্নয়নের আরো প্রসার ঘটবে। অন্য নেতাদেরকে  পাওয়া যায় না সে যেই দলেই হোক না কেন  আমরা চাই ঘরোয়া নেতা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.