নওগাঁয় আবৃত্তি পরিষদের ৩১ বছর পূর্তি উৎসব

নওগাঁ প্রতিনিধি: ‘রক্ত বীজের বুকে ফসলের ঘ্রাণ’ স্লোগানে নওগাঁয় আবৃত্তি পরিষদের ৩১ বছর পুর্তি উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী ছিল পতাকা উত্তোলন, ফেষ্টুন উড়ানো, বর্নাঢ্য শোভাযাত্রা, নৃত্য ও নাটকসহ বিভিন্ন অনুষ্ঠান।

আজ শুক্রবার সকালে শহরের পুরাতন কালেকটরেট চত্বরে প্রধান অতিথি হিসাবে জাতীয় পতাকা উত্তোলন ও ফেষ্টুন উড়ান, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক। সেখান থেকে একটি বর্ন্যাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট অভিনেতা ও আবৃত্তি শিল্পী আরমান পারভেজ মুরাদ, পরিষদের সভাপতি ডা: ময়নুল হক দুলদুল, প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিনসহ সংগঠনের অনান্য সদস্যবৃন্দ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নওগাঁ প্রতিনিধি মো: আব্বাস আলী।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.