সান্তাহার মাদকদ্রব্য অধিদপ্তর কর্তৃক হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা ১০০ গ্রাম হেরোইনসহ জুয়েল আহমেদ (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার দুপুরে কাহালুর বাখইল এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এসময় মাদক কারবারিক নিকট থেকে একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত জুয়েল আহমেদ রাজশাহি জেলার গোদাগাড়ি উপজেলার কদম হাজির মোড় ভাটপাড়া গ্রামের ছাদেকুল ইসলামের ছেলে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক লুৎফর রহমান বাদি হয়ে থানায় মামলা করেছেন।
আদমদীঘির সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিদর্শক শামিমা আক্তার বলেন, গত বৃহস্পতিবার কাহালু উপজেলার বাখইল এলাকা দিয়ে মাদক যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে ওই স্থানে ওঁৎ পেতে অবস্থান নেয়া হয়।
দুপুরে একটি পালসার মোটরসাইকেল থামিয়ে তল্লাশি কালে অভিনব কায়দায় রাখা ১০০ গ্রাম হেরোইনসহ জুয়েল আহমেদ নামের মাদক কারবারিকে গ্রেফতার ও মোটরসাইকেল জব্দ করা হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.