রামেক হাসপাতালের পরিবর্তে যে সকল কেন্দ্রে করোনার টিকা দেয়া হবে

প্রেস বিজ্ঞপ্তি: সম্মানিত নগরবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে, ৩১ মার্চ বৃহস্পতিবার হতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা টিকাদান কার্যক্রম বন্ধ রাখা রয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিবর্তে যে সকল কেন্দ্রে করোনার টিকা দেয়া হবে সেগুলো হলো: নগরীর ৯, ১২ ও ২২নং ওয়ার্ড কার্যালয়।
এছাড়াও ৭, ১১, ১৩, ১৫, ১৮ ও ২৬নং নগর স্বাস্থ্য কেন্দ্র ও ২৫নং ওয়ার্ডে সিটি হাসপাতাল। তবে পুলিশ লাইন হাসপাতালে টিকা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে।
টিকা গ্রহণে ইচ্ছুক সকলকে তার নিকটস্থ টিকাকেন্দ্রে এসে টিকা গ্রহণের অনুরোধ জানানো যাচ্ছে। রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.