সান্তাহারে পথ ভুলে আসা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:  সুনামগঞ্জ থেকে পথ ভুল করে আসা একরাম হোসেনকে (১০) নামের এক শিশু বগুড়ার আদমদীঘির সান্তাহার ফাঁড়ি পুলিশের হস্তক্ষেপে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।

আজ শুক্রবার দুপুরে শিশু একরাম হোসেনকে তার চাচাতো ভাই নিকট হস্তান্তর করা হয়েছে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ বিটিসি নিউজকে জানান, গতকাল বৃহস্পতিবার ভোরে শিশু একরাম সান্তাহার স্টেশন রোড এলাকায় ঘোরাফেরা করছিলো। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে বাবার নাম গিয়াস উদ্দীন, বাড়ি আটগ্রাম, সুনামগঞ্জ থেকে পথ ভুল করে এখানে এসেছে বলে পুলিশের নিকট জানায়।

শিশু একরামকে ফাঁড়ি হেফাজতে রেখে পুলিশ সুনামগঞ্জের আটগ্রাম থানা পুলিশের সহায়তায় বাবা-মার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে শিশু একরাম হোসেনের প্রতিবেশি নওগাঁ সদদে অবস্থানকারি সিরাজ উদ্দীনের ছেলে রায়হানের জিম্মায় হস্তান্তর করা হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.