সান্তাহারে ডিবি পুলিশের অভিযানে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে দেড় কেজি গাঁজাসহ আনছার আলী (৬৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় সান্তাহার-সাইলোগামী রাস্তায় রুপক নামের এক ইলেকট্রিক দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আনছার আলী বগুড়া সদরের জামিলনগর মসজিদ এলাকার মৃত ফরিদ খানের ছেলে। বর্তমানে সে আদমদীঘির সান্তাহার ইয়ার্ড কলোনী ফুসুওয়ালী জামে মসজিদের সামনে বসবাস করে।
বগুড়া জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক ফিরোজ সরকার জানান, ৪ নভেম্বর শুক্রবার আদমদীঘি উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে উপজেলার সান্তাহার ইয়ার্ড কলোনী ফুসুওয়ালী জামে মসজিদের দক্ষিণ পার্শে সান্তাহার সাইলো রাস্তার রুপক ইলেকট্রিক দোকানের সামনে এক ব্যক্তি বিপুল গাঁজা নিয়ে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আনছার আলীকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে আদমদীঘি থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.