গাইবান্ধার পলাশবাড়ীতে পৃথক ৩টি ঘটনায় ৩ জনের মৃত্যু  

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে পৃথক ৩ টি ঘটনায় ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রথমে একটি নেপিয়ার ঘাসক্ষেত থেকে আমেনা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করে। অপরদিকে সেতু আক্তার (১৩) নামের এক যুবতির গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এদিকে রাইস কুকারে ভাত রান্না করার সময় বিদ‍্যুৎতায়িত হয়ে পাখি (৪০) নামে ২ সন্তানের জননীর মৃত্যুর খবর পাওয়া গেছে। উপজেলার বরিশাল ইউনিয়নের আমলাগাছী বাজারের পল্লী চিকিৎসক ফিরোজের স্ত্রী পাখি আজ শনিবার সন্ধ্যায় রাইসকুকারে ভাত রান্না করার সময় বিদ‍্যুৎতায়িত হয়ে মারা যায়।
জানাযায়, আজ শনিবার (৫ নভেম্বর )সকালে উপজেলার পবনাপুর ইউনিয়নের পৃর্বফরিদপুর (কানিপাড়ার) নেপিয়ার ঘাসক্ষেত থেকে আমেনা নামে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। আমেনা বেগম ওই গ্রামের মৃত নুরুল ইসলামের স্ত্রী বলে জানাযায়। তিনি কিভাবে মারা গেছেন তা কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না।
এদিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের খামার মামুদপুর গ্রামের জোহা মিয়ার কন‍্যা সেতু আক্তার নিজ শয়ন ঘরে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বিটিসি নিউজকে বলেন,তদন্ত রিপোর্ট হাতে না আসা পযর্ন্ত মৃতের রহস্য সঠিকভাবে বলা যাচ্ছে না।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.