সান্তাহারে ট্রেনে তল্লাশি ২৮০পিস নেশার ইনজেকশানসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ৮৪ হাজার টাকা মূল্যের ২৮০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ সোহাগী খাতুন ওরফে ফুলজান (৩৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

ফুলজান জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুরে জহুরুল ইসলামের স্ত্রী। গতকাল রোববার সন্ধ্যায় ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি থেকে তাকে গ্রেফতার ও নেশার ইনজেকশন উদ্ধার করে। এ ব্যাপারে সান্তাহার জিআরপি থানায় মামলা হয়েছে।

আদমদীঘির সান্তাহার জিআরপি থানা পুলিশ বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, সৈয়দপুর রেলওয়ে জেলা সুপার সুপারের নির্দেশে ট্রেনে চলমান মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। গতকার রোববার সন্ধ্যায় সান্তাহার জিআরপি থানার অফিসার ইনচার্জ মনজের আলীর নেতৃত্বে সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্সসহ ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের বিভিন্ন বগিতে অভিযান চালান।

অভিযান কালে জ-নম্বর বগিতে যাত্রী বেশে বসে থাকা সোহাগী খাতুন ওরফে ফুলজান নামের নারীর ব্যাগ তল্লাশি করে ২৮০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন পাওয়া যায়। এসময় ওই নারীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইনজেকশনের মূল্য ৮৪ হাজার টাকা বলে পুলিশ জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.