সান্তাহারে এসএসসি-১৯৮৮. বিডির মিলন মেলা


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহারে এসএসসি-১৯৮৮.বিডির মিলন মেলা। অনুষ্ঠিত হয়েছে।  আজ শনিবার (২০ ফেব্রয়ারী) সাইলো সড়কের পাশে ফারিস্তা পার্ক এন্ড কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এই মিলন মেলা অনুষ্ঠিত হয়।
“এসো মিলি প্রাণের টানে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে একটি অনলাইন প্লাাটফর্ম “এসএসসি-১৯৮৮.বিডি” উদ্যোগে গত শনিবার সকালে উদ্বোধনের পর চলে বন্ধুদের আড্ডা, বিদেশে অবস্থানরত বন্ধুদের সঙ্গে ভার্চ্যুয়াল আড্ডা, অমর একুশকে সামনে রেখে গ্রুপের একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। দুপুরে একটি বর্ণাঢ্য র‌্যালী সান্তাহার শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। এক আলোচনা সভা লছমী প্রসাদ জয়সোয়ালর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন নুরুজ্জামান বুলবুল, মোস্তফা আনোয়ার দোলন, মোহাজের হাসান বিপ্লব ও বুলবুল আহমেদ, এসএসসি-১৯৮৮.বিডির এডমিন রুহুল কুদ্দুস রুবেল, আরিফ জামান পলাশ, আরসাদ হোসেন খান ও ফরহাদ হোসেন রোজেন প্রমূখ। এই মিলন মেলায় এসএসসি-১৯৮৮.বিডির সদস্যদের স্ত্রী ও সন্তানরা অংশগ্রহণ করে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.