শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে রাজকার আখ্যায়িত করে বৈতরনী পার হওয়া যাবে না : বাদশা


মোড়েলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা বলেছেন, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে রাজকার বলে অপপ্রচার চালিয়ে বৈতরনী পার হওয়া যাবে না। সাধারণ জনগনের মনের মানুষ হতে হলে জনগনের মন জয় করতে হবে। একই সাথে সুস্থ রাজনীতি ধারা অব্যাহত রাখার আহবান জানিয়েছেন তিনি।
আজ শনিবার দুপুরে ইউনিয়নের অস্থায়ী ইউপি ভবন চত্বরে অনুষ্ঠিত মুজিব শতবর্ষ উপলক্ষ্যে শোভাযাত্রা, বিগত ৫ বছরে এলাকার উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এ কথাগুলো বলেন।
জিউধরা ইউনিয়ন পরিষদের আয়োজনে আলোচনা সভায় ভারপ্রাপ্ত আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা মো. ইসমাইল হোসেন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আলহাজ¦ সেকান্দার আলী, প্রধান শিক্ষক নাসির উদ্দিন, ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা মো. হাকিম মৃধা, মোহর আলী গাজী, ইউপি সদস্য আসালতা মন্ডল, যুবলীগ নেতা শিমুল কান্তি মিস্ত্রি, সাবেক মেম্বর সিদ্দিকুর রহমান হাওলাদারসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রধান অতিথি আরো বলেন, আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে কতিপয় নাম সর্বস্ব হাইব্রিড নেতারা এলাকার পরিবেশ অশান্ত করার পায়তারা চালিয়ে যাচ্ছে। ঘের দখল, সাধারণ মানুষকে মারপিটসহ অসান্ত করে তুলেছে ইউনিয়কে। তার চাচা শহীদ আকুবালী সাহ, ভাই বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম। অথচ একটি চক্র তার পরিবারকে স্বাধীনতা বিরোধী সাজানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে। তিনি নির্বাচিত চেয়ারম্যান হয়ে ৫ বছরে এলাকায় কার্পেটিং, ইটসোলিং রাস্তা,ব্রীজ কালভার্ড, মসজিদ, মন্দির সংস্কার, মাঠ ভরাটসহ প্রধানমন্ত্রীর দেওয়া প্রায় ৩শ’ কোটি টাকার সরকারের উন্নয়নমূলক কাজ করছেন।
সভা শেষে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন-এর সুস্থতা কামনায় মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.