সাতদিনে সর্বোচ্চ হামলার শিকার ইসরায়েল

(সাতদিনে সর্বোচ্চ হামলার শিকার ইসরায়েল–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: চলমান সংঘাতে গাজা উপত্যকা থেকে রেকর্ড সংখ্যক রকেট হামলার শিকার হয়েছে ইসরায়েল। ইসরায়েল আর্মি জানিয়েছে, গত সোমবার (১০ মে) থেকে আজ রবিবার (১৬ মে) এই সাতদিনে হামাস বাহিনী ইসরায়েলের দিকে ৩ হাজার রকেট ছুঁড়েছে।
আর্মি মেজর জেনারেল ওরি গোর্দিন জানান, ২০১৯ ও ২০০৬ সালে লেবাননের হিযবুল্লাহর সঙ্গে যুদ্ধেও এতো রকেট হামলা করা হয়নি।

ইসরায়েলের কমান্ডার একটি গ্রাফিকের মাধ্যমে রকেট হামলার অতীত ও বর্তমান চিত্র তুলে ধরে এসব তথ্য জানান।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান বাহিনীর বোমা হামলায় আজ রবিবার (১৬ মে) ভোরে আরও ৩৩ জন ফিলিস্তনি নিহত হয়েছেন। এ নিয়ে টানা সপ্তম দিনের মতো দখলদার বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ৫২ শিশু ও ৩১ নারী রয়েছে।

মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়েছে, ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ১ হাজার ২২৫ জন আহত হয়েছেন। অন্যদিকে হামাসের অব্যাহত রকেট হামলায় ২ শিশুসহ ১০ জনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.