সাতক্ষীরায় পুলিশের স্টিকার লাগিয়ে প্রাইভেটকারে ইয়াবা পাচারের চেষ্টা, ইয়াবাসহ আটক-৩

খুলনা ব্যুরো: সাতক্ষীরায় অভিযান চালিয়ে ৩ হাজার ৪শ’ ৩০ পিস ইয়াবাসহ তিন বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-৬। একইসাথে পুলিশের স্টিকার লাগানো একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

আহ রবিবার (২৯ আগস্ট) সাতক্ষীরা সদর থানাধীন মাগুরা গ্রামে এ অভিযান চালানো হয়।
দুপর সাড়ে ১২টায় র‌্যাব-৬, (সাতক্ষীরা ক্যাম্প)’র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে  সাতক্ষীরা সদর থানাধীন মাগুরা গ্রামস্থ মিল বাজার সুন্দরবন টেক্সটাইলি মিলের ১নং গেটের সামনে চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেট কারকে (ঢাকা মেট্রো-গ-১৬-০১৫৬) চ্যালেঞ্জ করে আটক করা হয়। এতে থাকা মাহফুজ আরিফ ওরফে অপু (২৮), মোঃ রায়হান বিপ্লব (২৮) ও মোঃ আনিছ গাজী (৩৫) নামে তিন জনকে তল্লাশি করে ৩ হাজার ৪শ৩০ পিস ইয়াবা, প্রাইভেটকার, ৫টি মোবাইল, ৬টি সিমকার্ড ও নগদ ৫ হাজার ১শ’ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা ইয়াবা পরিবহনের সময় প্রাইভেটকারে উইন্ডশিল্ডে পুলিশ লেখা স্টীকার ব্যবহার করছিল। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর পূর্বক মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.