সাতকানিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত-১০

চট্টগ্রাম ব্যুরো: দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আজ শুক্রবার (০৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার ছদাহা মিঠার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দোহাজারী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে কক্সবাজার ও চট্টগ্রামগামী পূরবী পরিবহণের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাসের চালকসহ ১০ যাত্রী আহত হন। আহতদের মধ্যে তাৎক্ষণিক চারজনের নাম জানা গেছে। তারা হলেন বাসের চালক কফিল উদ্দিন (৪৮), যাত্রী ফাহিমা সুলতানা (২৫), শেলী গোপাল (২৮) ও নাঈম আহমেদ (২৭)।
দোহাজারী হাইওয়ে পুলিশের ওসি মাসুদুর রহমান বিটিসি নিউজকে জানান, পূরবী পরিবহণের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স..জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.