সাগরে ডুবলো এমভি ফুলতলা-১

চট্টগ্রাম ব্যুরো: সিমেন্ট শিল্পের কাঁচামাল নিয়ে ঢাকা যাওয়ার পথে হাতিয়া নতুন চ্যানেলের কাছে ডুবে গেছে লাইটার জাহাজ ‘এমভি ফুলতলা-১’। আজ শনিবার (১০ জুলাই) সকালে নৌরুটের ৪ ও ৫ নম্বর পজিশনের মধ্যে তিন-চার দিন আগে ডুবে যাওয়া বলগেটের সঙ্গে লেগে দুর্ঘটনাকবলিত হয় লাইটারটি।
বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি নবী আলম বিটিসি নিউজকে বলেন, বিআইডব্লিউটিএকে আমরা বার বার জানিয়েছি ডুবে যাওয়া বলগেটের স্থানে বয়া দিয়ে মার্কিং করার জন্য। যদি তা করা হতো তাহলে ফুলতলা ডুবতো না। ওই এলাকায় প্রতিদিন গড়ে একটি দুর্ঘটনা ঘটছে।
বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন অফিসের সচিব এমএ রনি বিটিসি নিউজকে জানান, ফুলতলা-১ জাহাজের ১২ নাবিক এমভি আল মুত্তাকিন নামের একটি লাইটারেজ জাহাজে উঠতে সক্ষম হয়েছেন। ডুবে যাওয়া জাহাজের মালিক, এজেন্ট ও পণ্যের মালিকের নাম এখনো জানা যায়নি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স..জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.