‘সাইপ্রাসের দ্বি-রাষ্ট্রীয় সমাধান ইইউ কখনোই গ্রহণ করবে না’

(‘সাইপ্রাসের দ্বি-রাষ্ট্রীয় সমাধান ইইউ কখনোই গ্রহণ করবে না’–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: জাতিগতভাবে বিভক্ত সাইপ্রাসের দ্বি-রাষ্ট্রীয় সমাধান ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কখনোই গ্রহণ করবে না বলে জানিয়ে দিয়েছে। আজ বৃহস্পতিবার (০৮ জুলাই) এ কথা জানিয়েছেন সংস্থাটির প্রধান উরসুলা ভন ডের লেইন। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি আবারও বলছি, আমরা কখনোই দ্বি-রাষ্ট্রীয় সমাধান গ্রহণ করবো না। এ বিষয়ে আমরা একতাবদ্ধ।
১৯৭২ সালে দুটি ভাগে বিভক্ত হয়ে যায় বৃহত্তর সাইপ্রাস। এর মধ্যে দক্ষিণ সাইপ্রাস নিয়ন্ত্রণ করে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। ইউরোপীয় ইউনিয়নকেও প্রতিনিধিত্ব করে তারা। অন্যদিকে, উত্তর সাইপ্রাসকে স্বীকৃতি দিয়েছে একমাত্র তুরস্ক।
দীর্ঘদিন ধরেই দ্বীপরাষ্ট্রটির দ্বি-রাষ্ট্রীয় সমাধানের দাবি উঠেছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.