সাংবাদিকের মুক্তি দাবিতে খুলনায় মানব বন্ধন

খুলনা ব্যুরো: সাবেক খেলোয়াড় ও সাংবাদিক এমএ জলিলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে এবার মাঠে নেমেছে খুলনার ক্রীড়াঙ্গনের নেতৃবৃন্দ। এসব দাবিতে আজ বুধবার বেলা ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে মানব বন্ধন করে খুলনা সোনালী অতীত ক্লাব ও ফুটবল খেলোয়াড় কল্যান সমিতি।

মানববন্ধনে বক্তারা সোনালী অতীত ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাবেক সেনা সদস্য, সাংবাদিক এমএ জলিলের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাাহার, নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

ফুটবল খেলোয়াড় কল্যান সমিতির প্রচার সম্পাদক মোঃ সোহরাব হোসেনের পরিচালনায় মানব বন্ধনে উপস্থিত ছিলেন খুলনা টাউন ক্লাবের সাধারণ সম্পাদক সুজন আহম্মেদ, সাবেক ফিফা রেফারি এ মনসুর আজাদ, সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল আহমেদ রাজ, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক শেখ হেমায়েত উল্লাহ, খেলোয়াড় কল্যান সমিতির সভাপতি আব্দুস সালাম ঢালী, সাধারণ সম্পাদক মিনা মামুনুর রহমান, তরিকুল ইসলাম সোহান, আসাদুজ্জামান মুরাদ, শাহ আসিফ হোসেন রিংকু, মনিরুজ্জামান মহসিন, নৃপেন রায় চৌধুরী, নুরুল ইসলাম খান কালু, এসএম কামাল হোসেন প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.