নোয়াখালী সেনবাগে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে, আহত ১৮

নোয়াখালী প্রতিনিধি:  নোয়াখালীর সেনবাগে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ১৮ যাত্রী আহত হয়েছেন।

এই ঘটনা আজ বুধবার (১০ জুলাই)সকাল ৮:০০ ঘটির দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ফেনীর উদ্দেশ্যে চৌমুহনী থেকে সুগন্ধা সার্ভিসের একটি বাস ছেড়ে আসে। ৮:০০ ঘটিকার দিকে বাসটি ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে সেনবাগ রাস্তার মাথা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালের মধ্যে পড়ে যায়।

এসময় বাসে থাকা ১৮ যাত্রী আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তির ঘণ্টা চেষ্টার পর বাসটি উদ্ধার করে।

সেনবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল আলী পাটোয়ারী বিটিসি নিউজকে জানান, আহত যাত্রীদের উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.