সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে রাজশাহী অঞ্চলকে বিজঙ্গীকরণের ঘোষণা দিলেন র‌্যাব-৫ এর অধিনায়ক

বিশেষ প্রতিনিধি: রাজশাহীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন র‌্যাব-৫ রাজশাহীর নয়া অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আব্দুল মোস্তাকিম এসপিপি, পিএসসি, জি, আর্টিলারি।
আজ বুধবার (২৭ জানুয়ারী) বেলা সাড়ে ১১ টার দিকে র‌্যাব-৫ এর সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় অধিনায়ক গণমাধ্যম কর্মীদের জানান, ২০২০ সালের জানুয়ারী থেকে ডিসেম্বর পর্যন্ত র‌্যাব-৫, ৫৫ জন জঙ্গি, ৯১ টি আগ্নেয়াস্ত্র, ২১৯ রাউন্ড গুলি, ৭৬ টি ম্যাগজিন, ৫৭ কেজি ৪০০ গ্রাম হেরোইন, ১১ কেজি ৬০০ গ্রাম আফিম, ৩৮৪৮৭ বোতল ফেন্সিডিল, ১৮৯৯৯১ পিস ইয়াবা, ১৬৯৮ কেজি গাঁজা, ৯৬২৭ লিটার চোলাই মদ, ৪১৩ বোতল বিদেশী মদ, ৩৮৭ ক্যান বিয়ার উদ্ধারসহ অপহরণকারী, প্রতারক, সাজাপ্রাপ্ত পলাতক আসামী, ভেজাল ব্যবসায়ী, ভুয়া ডাক্তার, চোরাকারবারিসহ ৩ হাজার ৭১ জন অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হন।
অধিনায়ক আরও জানান, মাদক ও চোরাচালানীর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। এ ধারা অব্যাহত থাকবে। র‌্যাব সদর দপ্তর বিজঙ্গিকরণ কার্যক্রম শুরু করেছে। এর ধারাবাহিকতায় রাজশাহী অঞ্চলে কার্যক্রম হতে পারে। এ কারণে জঙ্গী মনোভাবাপন্ন বা জঙ্গি সদস্যকে স্বেচ্ছায় আত্মসমর্পণের মাধ্যমে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান। এতে র‌্যাবের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
এ ছাড়াও তিনি জঙ্গি ও  মাদক দমনে রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সভায় অন্যান্যদের মধ্যপ উপস্থিত ছিলেন, সিপিএসসি কোম্পানী কমান্ডার এটিএম মাইনুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তা বৃন্দরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.