সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড মাদক কারবারিদের

 

বিটিসি নিউজ ডেস্ক: সরকার মাদক কারবারিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন প্রণয়ন করতে যাচ্ছেন। জাতীয় সংসদে প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, মাদক অপরাধ সংক্রান্ত মামলা পরিচালনার জন্য আলাদা আদালতের পরিকল্পনা করা হচ্ছে।

বাজেট অধিবেশনে প্রশ্নোত্তরে জাতীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা  আরও জানান, মাদক ব্যবসায় পৃষ্ঠপোষক ও গডফাদারসহ মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে এ সবোর্চ্চ শাস্তির প্রস্তাব রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ প্রণয়ন করা হচ্ছে। মাদক চোরাকারবারী, মাদকসেবী, মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে সারাদেশে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ নিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদকে বলেন, এ পর্যন্ত মাদকদ্রব্য সংশ্লিষ্ট মোট ১৫ হাজার ৩৩৩টি মামলায় ২০ হাজার ৭৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.