শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা

 

বিটিসি নিউজ ডেস্ক: দেশে বিশ্ববিদ্যালয় গুলোতে ক্যাম্পাস কেন্দ্রিক অসংখ্য মাদকের সিন্ডিকেট রয়েছে। যেখানে অবাধে কেনা বেঁচা হয় বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য।

দেশের বিশ্ববিদ্যালয়- কলেজ ক্যাম্পাসে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ক্যাম্পাস কেন্দ্রিক মাদক ব্যবসার সাথে জড়িতদের তালিকা করছে। এর মধ্যে বেশ কয়েকটির তালিকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দিয়েছে অধিদপ্তর।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে অনুযায়ী ব্যবস্থা নিতে সকল ধরনের সহায়তা করবে বলে জানিয়েছে। অভিযোগ রয়েছে,ক্যাম্পাস গুলোতে মাদক ব্যবসার সাথে জড়িতরা চিহ্নিত হলেও প্রভাবশালী ছাত্র সংগঠনের নেতা হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয় না।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, তালিকা অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। ক্যাম্পাসে মাদক প্রবেশ ঠেকাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমকে আরো সক্রিয় করা হচ্ছে।

শিক্ষার্থীদের মাদকের বিষয়ে সচেতন করার জন্য সকল বিশ্ববিদ্যালয় কলেজে মাদক বিরোধী নানা কর্মসূচি হাতে নিচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরো কঠোর হওয়ার আহ্বান সংশ্লিষ্টদের।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.