সরকার নানা রোগে আক্রান্ত, তবে হজম শক্তি বেশী : গয়েশ্বর

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: বর্তমান সরকার নানা রোগে আক্রান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ রবিবার (১১ অক্টোবর) রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকায় ঢাকা-৫ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমেদের নির্বাচনী পথসভায় তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর বলেন, ‘এই সরকার নানা রোগে রোগাক্রান্ত। তবে তাদের হজম শক্তি বেশি। পিলখানার ৫৬ জন চৌকস সামরিক কর্মকর্তা জীবন দিলো, এটাও সরকার হজম করে ফেলেছে। শেয়ার মার্কেট থেকে ৮৬ হাজার কোটি টাকাও হজম করে ফেলেছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এর ৬০০ কোটি টাকা সেটাও হজম। খুন, গুম, নারী ধর্ষণ এরকম হাজার বিষয় হজম। হজম শক্তিটা এমন হয়েছে যে আমি সরকারকে বলব, ১৭ অক্টোবর নির্বাচনে তালবাহানা করলে কিন্তু এর বদহজম শুরু হবে। তখন কিন্তু হাসপাতালে নিতে হবে সরকারকে।’

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘অতীতে অনেক অপকর্ম করে হজম করলে এবার বদহজম হবে। আন্দোলন ছাড়া  কেনো পথ নেই। ভদ্র ভাষায় কথা বললে তারা বোঝে না। গণতন্ত্রের ভাষা তারা বোঝে না। মানবতাবোধ বলতে তাদের কিছু নেই। তারা পুলিশের ওপর ভর করে টিকে আছে।’

কেন্দ্রে যাওয়ার পর যদি ভোট দিতে না দেওয়া হয় তাহলে ১৭ অক্টোবর রাত ১২টা থেকে ঢাকা-কক্সবাজার, ঢাকা-সিলেট পর্যন্ত কোনো গাড়ি না চলবে না বলে ঘোষণা দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক গয়েশ্বর। তিনি বলেন, ‘আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করবো একটা নির্বাচন সুষ্ঠুভাবে করেন। যদি এই নির্বাচনে কোনো কারচুপি করার চেষ্টা করা হয় তাহলে এখান থেকেই এই সরকার পতনের আন্দোলন ডাকা হবে এবং সে আন্দোলন এই নির্বাচন কমিশন পতনেরও আন্দোলন হবে।’

নির্বাচনী পথসভায় সকাল ১০টা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশ নেন। পথসভা শেষে সারুলিয়া রানীমহল সিনেমা হল থেকে শুরু হয়ে ডাগাইর, পশ্চিম ডগাইর, কোনাপাড়া, মাতুয়াল কবরস্থানসহ বিভিন্ন এলাকা ঘুরে শনির আখরা মৃধাবাড়ি এলাকায় এসে শেষ হয়। পথসভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্মমহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.