সরকারি কর্মচারী ওপর এবার সরকারি চাপ

কলকাতা (ভারত) প্রতিনিধি: এবার থেকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের আরও দায়িত্ববান হয়ে জনসাধারণকে পরিষেবা দিতে হবে।কোনও অবস্থাতেই অযথা হয়রানি ও সরকারি সুযোগসুবিধা থেকে বঞ্চিত করা যাবেনা।
উল্টে জনসাধারণকে বোঝাতে হবে কারা কোন সুযোগ সুবিধার প্রাপ্য এবং সরকারি প্রকল্পগুলি জনসাধারণের কাছে তুলে ধরতে হবে।
এমনই নয়া নিয়ম চালু করবার জন্য নবান্ন থেকে বর্তমান আইন ২০১৩-র পশ্চিমবঙ্গ জন পরিষেবা অধিকার আইনের বদল চায়। ইতিমধ্যেই নতুন নির্দেশিকার খসড়া আইন দপ্তরে জমা পড়েছে।
চিরাচরিত সরকারি পরিষেবার ইতিমধ্যেই অনেক বদল ও অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পেয়েছে। বেশকিছু পরিষেবা যেমন-রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, করজমা, জন্মমৃত্যুর শংসাপত্র, জমির মিউটেশন সহ একগুচ্ছ পরিষেবা এখন আগে থেকে অনেক সহজ হয়েছে। আগামীদিনে সরকারিকাজে আরও গতি আনা ও নাগরিকহয়রানি সহ বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা থেকে মানুষ যেন বঞ্চিত না হয় সেই জন্যই নতুন আইন আনতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
শুধু তাই নয় সরকারি কর্মীরা যাতে কোনও অবস্থাতেই গাফিলতি না করতে পারে তার জন্যও এই নতুন আইনে কর্মচারীদের দশ হাজার টাকা ফাইনের কথা বলা আছে। জনগণ যাতে সরাসরি কমিশনের কাছে অভিযোগ জানাতে পারে তারও উল্লেখ এই আইনে বলা হয়েছে।
স্থানিয় সংবাদ সংস্থা মারফত জানা যাচ্ছে ইতিমধ্যেই নয়া আইনের প্রাথমিক সম্মতি দিয়েছে আইন দপ্তর।
বাকিটা নির্ভর করছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.