সবচেয়ে বড় ইগলু ক্যাফে এখন কাশ্মীরের গুলমার্গে

কলকাতা (ভারত) প্রতিনিধি: আমরা সুইজারল্যাণ্ডের ইগলু কাফের কথা জানি। যা কিনা বিশ্বের সর্ববৃহত বলে মনে করা হয়।যার উচ্চতা ৩৩,৮ ফুট।
আর আমাদের কাশ্মীরের গুলমার্গের কাফে উচ্চতায় ৩৭,৫ফুট,ব্যাস ৪৪,৫ফুট। ৪০জন মানুষ একসাথে বসে খাওয়াদাওয়া করতে পারে। বড় বড় ১০টা টেবিল পাতা আছে ছড়িয়ে ছিটিয়ে খাওয়া দাওয়া করার জন্য। কাফের স্রস্টা সৈয়দ ওয়াসিম শাহ।
সব সময়ে পর্যটকদের আনাগোনা লেগেই আছে। মোটামুটি পছন্দের খাবার সবার জন্যই পাওয়া যাচ্ছে। পর্যটকরা একপ্রকার খুবই খুশী বলে জানান ওয়াসিম শাহ। তিনি আরও বলেন সুইজারল্যাণ্ডে এরকম ইগলু কাফে বেশকিছু থাকলেও আমাদের দেশে এপর্যন্ত এটাই বড় কাফে।
কাফেটি বানাতে সময় লেগেছে প্রায় দু-মাস। ২৫জন শ্রমিক মিলে বানিয়েছে এই কাফে,যাকিনা এখনও পর্যন্ত বড় কাফে বলে মান্যতা পেয়েছে। এমন কাফে আমাদের দেশে বানাতে পেরে কাশ্মীর তথা ভারতের কাছে কৃতজ্ঞ বলে জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.