সমাজ গড়তে ছাত্রসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : বাদশা

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফজলে হোসেন বাদশা বলেছেন, এখনকার ছাত্ররাই আগামী দিনের কর্ণধার। তাদের যোগ্য নেতৃত্বে দেশ আরও উন্নতির দিকে এগিয়ে যাবে। তাই দুর্নীতিমুক্ত ও সমতাভিত্তিক সমাজ গড়তে ছাত্র সমাজকেই ভূমিকা রাখতে হবে।

গতকাল রোববার সকালে রাজশাহীর বরেন্দ্র কলেজের নবীন বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে উন্নত শিক্ষাব্যবস্থার প্রয়োজন। শিক্ষা ব্যবস্থার যত বেশি উন্নয়ন করা যাবে ততবেশি সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে। শিক্ষা ও মেধার অগ্রগতি না হলে বাংলাদেশকে এগিয়ে নেয়ার পরিকল্পনা বাস্তবায়িত হবে না।

তিনি বলেন, আমাদের সংবিধানে ন্যায়ভিত্তিক, সমতাভিত্তিক সমাজের কথা বলা হয়েছে। সেখানে মানুষের অধিকার দেওয়া হয়েছে। কিন্তু আমরা দেখতে পাই সেই অধিকার ক্ষুণœ হয়। তাই বর্তমান ছাত্রসমাজকে ভালোভাবে সংবিধান জানতে হবে। সংবিধান জানলে তারা অধিকার সম্পর্কে সচেতন হবে। ছাত্ররা সচেতন হলেই দেশে সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

দেশে দুর্নীতি বেড়ে যাচ্ছে উল্লেখ করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, দেশের টাকা বিদেশে পাচার হচ্ছে। এখন দুর্নীতি বেড়ে গেছে। যারা দুর্নীতি করছে, টাকা পাচার করছে তাদের মধ্যে কোন দেশপ্রেম নেই। তাই আমাদের এমন প্রজন্ম গড়ে তুলতে হবে যাদের মধ্যে দেশপ্রেম আছে। সমস্ত অপশাসনের বিরুদ্ধে ছাত্র সমাজকেই দাঁড়াতে হবে।

বরেন্দ্র কলেজের সার্বিক পরিস্থিতি তুলে ধরে রাকসুর সাবেক এই ভিপি বলেন, শিক্ষা নগরীতে বরেন্দ্র কলেজ অনেক আগেই সুনাম অর্জন করেছে। এখানকার শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে যেন দেশের উন্নয়নে অবদান রাখতে পারে সেদিকে আমাদের সবার নজর দিতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক নূরল আলম, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাজকুমার সরকার, মহানগর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার, কলেজ গভর্নিং বডির সদস্য মোরশেদ মনজুর হাসান, নবীনবরণ উদযাপন কমিটির আহবায়ক জিয়াউন নাহার প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আলমগীর আব্দুল মালেক। কলেজের অধ্যাপিকা তসলিমা খাতুনসহ অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন শরীরচর্চা বিভাগের শিক্ষক মামুন উর রশিদ। অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও ট্রফি তুলে দেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মোঃ মাইনুর রহমান (মিন্টু) রাজশাহী।

Comments are closed, but trackbacks and pingbacks are open.