কোরোনা সম্পর্কে নাগরিকদের সঠিক তথ্য দিতে আবেদন কেন্দ্রের

কলকাতা প্রতিনিধি: দিল্লি, জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ থেকে একজন করে আক্রান্তের খোঁজ মেলায়, গতকাল রবিবার পর্যন্তই দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ৪৩।  আতঙ্কে ঘুম কেড়েছে প্রায় গোটি বিশ্বের। নাগরিকদের জন্য প্রত্যহ সতর্কতা মূলক নির্দেশিকা জারি করার পাশাপাশি বিদেশ থেকে আসা প্রত্যেকেরই স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

পরিস্থিতি এমনই যে, আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সমস্ত বন্দরে যাত্রীবাহী বিদেশী জাহাজের আনাগোনা বন্ধ রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে ৷
এদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জারি নির্দেশিকায় নাগরিকদের নিজেদের ভ্রমণ-ইতিহাস সম্পর্কে সঠিক তথ্য দিতে আর্জি জানানো হয়েছে। অর্থাৎ, করোনা-আশঙ্কায় অত্যধিক আক্রান্ত কোনও দেশের সাম্প্রতিক বেড়ানোর তথ্য না লুকাতে বলা হয়েছে।
এরমধ্যে ৪০ জনের শরীরে সরাসরি COVID-19-এর অস্তিত্বের সন্ধান মিলেছে। কেরালায় তিন জনকে প্রাথমিক ভাবে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহ করা হলেও, পরে মুক্তি দেওয়া হয়েছে। তবে পর্যবেক্ষণে রাখা হচ্ছে তাঁদেরও।
করোনা-আশঙ্কায় অত্যধিক আক্রান্ত কোনও দেশের সাম্প্রতিক বেড়ানোর তথ্য না লুকাতে বলা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। # 

Comments are closed, but trackbacks and pingbacks are open.