সমঝোতার আগে বন্দিদের মুক্তি চায় পাকিস্তানি তালেবান

বিটিসি আন্তর্জাতিক ডেস্কপাকিস্তানের উগ্রপন্থী দল তেহরিক-ই-তালেবানের (টিটিপি) সঙ্গে অস্ত্রবিরতি বা সমঝোতার আলোচনা করতে চাইছে দেশটির সরকার। ইতোমধ্যে তাদের মধ্যে প্রাথমিক কথাবার্তাও হয়েছে। তবে পুরোদমে বৈঠকের আগে সরকারের হাতে আটক টিটিপি সদস্যদের মুক্তি দাবি করেছে দলটি।
আজ শনিবার (০৬ নভেম্বর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টির ঘনিষ্ঠ সূত্র জানায়, হাক্কানি নেটওয়ার্কের প্রধান এবং আফগান তালেবানের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি আলোচনায় সহায়তা করছেন। তিন টিটিপি কমান্ডার বলেছেন, বন্দীদের মুক্তি একটি আত্মবিশ্বাস তৈরির ব্যবস্থা হিসাবে বোঝানো হয়েছে।
আফগানিস্তানের কুনার প্রদেশের একজন টিটিপি কমান্ডার রয়টার্সকে জানিয়েছেন, আমরা আলোচনার তাৎক্ষণিক ফলাফল নিয়ে খুব বেশি আশাবাদী নই। তবে আমাদের নেতারা অর্থপূর্ণ আলোচনায় আন্তরিক হলে বন্দীদের মুক্তির দাবি জানিয়েছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.