প্রেসিডেন্ট সাই ক্ষমতায় থাকতে চীন আক্রমণ করবে না : তাইওয়ানের কর্মকর্তা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ানের জাতীয় সিকিউরিটি ব্যুরোর প্রধান চেন মিং টং বলেছেন, দেশটির প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন থাকা অবস্থায় চীন দূরবর্তী দ্বীপে আক্রমণ চালাবে না। এ তথ্য জানিয়েছে বিজনেস স্ট্যান্ডার্ড।
প্রতিবেদনে বলা হয়, একটি প্রশ্নোত্তর সেশনে সাংবাদিকদের এসব বলেন চেন। তিনি তার সময়ে তাইওয়ান-চীন সশস্ত্র সংঘর্ষের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। চেন বলেন, সম্ভাব্য পরিস্থিতির মধ্যে রয়েছে প্রত্যন্ত দ্বীপে চীনের দখল, সমুদ্র অবরোধ এবং একটি স্যাচুরেশন আক্রমণ।
চেন পরামর্শ দিয়ে বলেন, গোয়েন্দা কার্যকলাপের উপর ভিত্তি করে তার ব্যুরো এই সিদ্ধান্তে পৌঁছেছে, বেইজিং সাই’র সময় কোনো ধরনের হামলার পরিকল্পনা করছে না। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.