সবিস্তারে সরকারের বাজেট 

(সবিস্তারে সরকারের বাজেট–ছবি: প্রতিনিধির)
কলকাতা প্রতিনিধি: রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ থকায় পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে পারলেন না ;রাজ্য বিধানসভায় ভার্চুয়ালি বাজেট পেশের কোনও নিয়ম নেই। সেই কারণেই আগামীকাল বৃহস্পতিবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করলে রাজ্যের পরিষদীয় ও শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
রাজ্যবাসীর কাছেও যথেষ্ট গুরুত্বপূর্ণ এই বাজেট। কারণ ২০২১ সালে বিধানসভা ভোটের আগে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে জেতার পরে সেই প্রতিশ্রুতির কতটা পুরণ করতে পারবেন সম্ভব-সেটাই বলবে এই বাজেট৷ সামনেই পুরসভার ভোট৷ সুতরাং বিরোধী এবং সরকার দুই পক্ষের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ এই বাজেট৷
২০২১-২০২২ অর্থবর্ষে রাজ্যের জন্য ৩ লক্ষ ৮ হাজার ৭২৭ কোটি টাকা বাজেট বরাদ্দ হল।  ২০২১-২০২২ রাজ্য বাজেটে আগামী পাঁচ বছরে দেড় কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি থাকছে। এ ছাড়াও রোড ট্যাক্স এবং অ্যাডিশনাল ট্যাক্স আগামী ১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত মুকুব করা হচ্ছে। স্টাম্প ডিউটিতে ২% ছাড় দেওয়া হচ্ছে।
এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন “মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য পরিচালনায় রাজ্যের আর্থসামাজিক পরিস্থিতি বজায় আছে। রাজ্য সরকার কোভিড পরিস্থিতি দারুণ সামাল দিয়েছে। টিকাকরণে আমরা এক নম্বর।
২ কোটি ৩০  লক্ষ ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছি। “পার্থ চট্টোপাধ্যায়ের কথায় বাংলার অর্থনীতিতে বিগত ১০ বছরে সাফল্য এসেছে। অতিমারি, আমফানের পরেও অত্যন্ত দক্ষতার সঙ্গে সামাজিক বিষয়গুলি পালন করা হয়েছে। দুয়ারে সরকার চালু হয়েছে যাতে সাধারণ মানুষ সরকারি পরিষেবা ঘরে বসেই পেতে পারেন।
বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই রাজ্যে চালু করা হয়েছিল দুয়ারে রেশন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, মহিলাদের জন্য আর্থিক সুবিধে দেওয়াসহ একাধিক প্রকল্প।
🛑 2021-22 আর্থিক বছরের জন্য 29,96,88 কোটি (নেট) এর বাজেট প্রস্তাব।
🛑১০০ টি নতুন নেপালি, হিন্দি এবং উর্দু বিদ্যালয়ের জন্য ৫০০ প্যারা-শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
🛑সাঁথালি ৫০০ বিদ্যালয়ে ১৫০০ জন প্যারা-শিক্ষক নিয়োগ দেওয়া হব
🔴আদিবাসীদের জন্য ১০০টি ইংলিশ মিডিয়াম স্কুল নির্মিত হবে।
🔴আইএএস এবং আইপিএস প্রত্যাশীদের প্রশিক্ষণ কেন্দ্র ঘোষণা করা হয়েছে। প্রতি বছর ১০০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং রাজ্য সরকার তাদের খাওয়া- থাকার ব্যবস্থা করবে। পাশাপাশি একটি উপবৃত্তি দেওয়া হবে।
🔴দুয়ারে সরকার ও পড়াই সমাধি বছরে দু’বার পরিচালিত হবে।
স্বাস্থ্য সাথী কার্ড প্রতি তিন বছর অন্তর পুনর্নবীকরণ করা যায় এবং যে কেউ যে কোনও সময় এটির অংশ হতে পারে।
🔴21 শে জানুয়ারী থেকে 21 জুন পর্যন্ত সমস্ত ধরণের রোড ট্যাক্স উত্তোলন করা হয়েছে।
🔴সরকার একটি সাধারণ রান্নাঘর তৈরি করবে যেখানে লোকেরা খুব স্বল্প খরচে তাদের খাবার খেতে পারে।
🔴ফ্রি রেশন ব্যবস্থা 21 জুন অবধি চলবে।
🔴প্যারা-শিক্ষকরা প্রতি বছর 3% বৃদ্ধি পাবেন।
🔴শিক্ষার্থীরা ‘তরুনার সপ্নো’ প্রকল্পের আওতায় ট্যাবগুলি গ্রহণ করবে।
🔴মাদ্রাসাসমূহের জন্য পরের অর্থবছরে ৫০ কোটি টাকা বরাদ্দ করা হবে।
🔴কলকাতা পুলিশে নেতাজি ব্যাটালিয়ন চালু করা হবে।
রাজ্যের প্রতিটি জেলায় নির্মিত হবে জয় হিন্দ ভবন।
🔴দেড় লাখ শরণার্থীকে পদক্ষেপে জমির দলিল দেওয়া হবে। এই লক্ষ্যে ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
🔴৪৫ লক্ষ নির্মাণ ও পরিবহন শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় এক হাজার টাকা দেওয়া হবে।
🔴৩,০০০ / – টাকা ঋণ বিধান ১০ লক্ষ নতুন স্বনির্ভর গোষ্ঠীর জন্য ২৫,০০০ কোটি টাকা ঘোষণা করা হয়েছে
এই স্বনির্ভর গোষ্ঠীগুলির নাম রাখা হবে মাত্রিবন্দনা। তাদের আগামী পাঁচ বছরে সমবায় ব্যাংক থেকে ঋণ দেওয়া হবে।
🔴কৃষক বন্ধুদের বরাদ্দ পাঁচ হাজার থেকে বেড়ে ছয় হাজারে উন্নীত হয়েছে। ন্যূনতম সহায়তা ২,০০০ থেকে ৩,০০০ টাকায় বেড়েছে।
🔴এসসি / এসটি-র জন্য ২০ লক্ষ ঘর নির্মাণ করা হবে। এই উদ্দেশ্যে বরাদ্দ করা হয়েছে ১,৫০০ কোটি টাকা।
🔴নেপালি, উর্দু, কামতাপুরি এবং কুড়মালি ভাষার জন্য ১০০ টি নতুন স্কুল
🔴 আলচিকি ল্যাঙ্গেজের জন্য নতুন স্কুলগুলির জন্য 50 কোটি বরাদ্দ। এই উদ্দেশ্যে 1500 প্যারা শিক্ষক নিয়োগ করা হবে
🔴এসটি / এসসি এবং ইডব্লিউএস পিপলসের জন্য 100 টি নতুন ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য 50 কোটি টাকা।
🔴রাজ্যের জিডিপি ২.৭ গুণ বৃদ্ধি পেয়েছে
🔴রাজ্য পরিকল্পিত ব্যয় 7.2 টাইমস বৃদ্ধি পেয়েছে।
তাছাড়াও “পেনশন স্কিম অফ Scs এবং Sts, “কর্মসাথী প্রকল্প”, “বিনা পয়সায় দরিদ্রদের বিদ্যুৎ সরবরাহ” ৷ 
মুখ্যমন্ত্রীর ভাষণে পাঁচামি প্রকল্পের কথা তুলে ধরে বলেন এই প্রকল্প হয়ে গেলে ১ লক্ষ মানুষ কাজ পাবেন। স্বাস্থ্য সাথী প্রকল্পের উপর জোর দেন তিনি। কেন্দ্রকে বিঁধতে যথারীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতিয়ার ছিল পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি।
গ্যাসের দাম বৃদ্ধির প্রসঙ্গে বলেন, “পেট্রোল-ডিজেলের দাম বাড়লে হেঁসেলে প্রভাব পড়ে। ওরা আয় করে এই থেকে। ৩ লক্ষ ৭১ হাজার কোটি টাকা ইনকাম করেছে ওরা। এত টাকা কোথায় গেল এত টাকা? এত দাম বাড়লে মানুষের চলবে কি করে?”
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। # 

Comments are closed, but trackbacks and pingbacks are open.