জেলার কর্মহীন ও অসহায় মানুষদের খাদ্য সহায়তা দিলেন ডিসি


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকা হতে আগত ১২০ জন অসহায়-কর্মহীন ত্রাণ প্রত্যাশীকে খাদ্য সহায়তা দিয়েছেন জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ। বুধবার (৭ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ খাদ্য সহায়তা তুলে দেন তিনি।
আজ বুধবার সকাল হতে জেলার বিভিন্ন এলাকা হতে আগত অসহায় নারী-পুরুষ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ত্রাণের আশায় ভিড় করতে থাকে। বিষয়টি জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজের নজরে আসলে তিনি করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেককে খাদ্য সহায়তা প্রদান করেন।
জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ জানান, দেশে কেউ খাদ্যের অভাবে থাকবেনা-প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই আদেশ বাস্তবায়নে জেলা প্রশাসন নিরন্তর কাজ করে যাচ্ছে।
আজ বুধবার কিছু ত্রাণ প্রত্যাশী নারী-পুরুষ ত্রাণের আশায় আসলে মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা তহবিল হতে শতাধিক অসহায় মানুষকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। খাদ্য সহায়তার মধ্যে ছিল-চাল, মসুর ডাল, আলু, সেমাই, চিনি, লবণ ও সাবান। তিনি সকলকে মাক্স পরে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.