শ্রেষ্ঠ স্বীকৃতি সনদ পেলেন ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন মিয়া

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরের কওমী মাদ্রাসা থেকে নিখোঁজ তিনজন শিশুকে তিন দিনের মধ্যে অক্ষত অবস্থায় উদ্ধার করায় “শ্রেষ্ঠ মামলা তদারককারী কর্মকর্তার” স্বীকৃতি সনদ পেয়েছেন ইসলামপুরের সার্কেলর সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন মিয়া।
সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহের রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ, বিপিএম “শ্রেষ্ঠ মামলা তদারককারী কর্মকর্তার” স্বীকৃতি স্বরুপ সনদ তুলে দেন।
এ সময়  অতিরিক্ত ডিআইজি শাহ আবিদ হোসেন, বিপিএম (বার), জামালপুর পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, ময়মনসিংহের পুলিশ সুপার (প্রশাসন), পুলিশ সুপার (ক্রাইম) সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এই অর্জনে সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন মিয়া ইসলামপুর থানা পুলিশের সহযোগী সহ অন্যান্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সমাজের অপরাধ দমনে সকলের সহযোগীতা কামনা করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.